thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বন্যায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ত্রাণমন্ত্রী

২০১৭ জুলাই ২০ ১৩:৪৩:২২
বন্যায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ত্রাণমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সচিবালয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর ইজিপিপি (অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান) প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

পানি নামতে শুরু করায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে জানিয়ে মায়া বলেন, ‘বন্যার পানি এখন মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলে চাপ দেবে। এসব এলাকায় জেলা প্রশাসকদের আমি অনুরোধ করব অতি দ্রুত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে বন্যার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে।’

বন্যার পর সিলেট, মৌলভীবাজার ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘বন্যা প্লাবিত মানুষের জন্য এ যাবৎ ১২ হাজার মেট্রিক টন চাল, ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার দিয়েছি। প্রত্যেক জেলায় পানি বিশুদ্ধকরণ মোবাইল গাড়ি পাঠিয়েছি। এ ছাড়া ৩ হাজার বান্ডিল ঢেউটিন ও ৯০ লাখ টাকা দিয়েছি ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি নির্মাণের জন্য।’

‘আমরা জেলা প্রশাসকদের বলেছি তাদের চাহিদামতো প্রয়োজনীয় খাদ্য শস্য আর্থিক বরাদ্দ দেওয়া হবে। একটি লোকও খাবারের কারণে যাতে কষ্ট না পায় এটা আমাদের প্রধান লক্ষ্য।’

ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘ত্রাণ সমগ্রী বিতরণে যাতে কোন ধরণের অনিয়ম, অব্যবস্থাপনা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করেছি। এনজিওদের ঋণের কিস্তি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য অনুরোধ করেছি।’

বন্যার পানি নেমে যাওয়ার পর সরকার কৃষক ও খামারিদের ঘুরে দাঁড়াতে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগীতা দেবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও নির্মাণ, রাস্তাঘাট ও বেড়িবাঁধ মেরামত, শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত, কৃষকদের কৃষিবীজ ও সার বিতরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের পাশে দাঁড়ানো সরকারের এখন প্রধান কর্তব্য। আমি সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’

বিএনপি জনগণের দুঃখ-কষ্ট নয়, নির্বাচন নিয়ে ব্যস্ত

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিভিন্ন মহল থেকে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। বিএনপি নেত্রী ত্রাণ বিতরণ দূরে থাকুক, বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। আর ওনার মহাসচিব ঢাকায় বসে বড় বড় কথা বলছেন। তারা জনগণের দুঃখ-কষ্ট নয়, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন।’

‘আমি তাদের উদ্দেশ্যে বলব, ফাঁকা আওয়াজ না দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনাদের সামর্থ্য না থাকলে আমাদের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যান’ বলেন আওয়ামী লীগ নেতা মায়া।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এম/জুলাই ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর