thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘মর্ষকাম’ নাটকের বিশেষ প্রদর্শনী

২০১৭ জুলাই ২০ ১৮:১১:৩২
‘মর্ষকাম’ নাটকের বিশেষ প্রদর্শনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পর পর দুই সন্ধ্যায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘মর্ষকাম’। আগামী ২১ ও ২২ জুলাই সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। এর মধ্যে ২২ জুলাইয়ের প্রদর্শনীটি করা হচ্ছে যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্যর চিকিৎসা সহায়তার জন্য। এ তথ্য জানান থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— মেহমুদ সিদ্দিকী, নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, এস আর সম্পদ, সজল চৌধুরী, সেলিম মাহবুব, স্বাধীন শাহ, রিয়াজ হোসেন, জামান, মোহাম্মদ বারী, চন্দন রেজা, ফেরদৌস আমিন বিপ্লব, লেমন, পিয়ার মোহাম্মদ, রাকিব, জায়েদ হোসেন, মাজিদুল মিঠু, সোনিয়া নাসরিন, সূচি চৌধুরী, সুমন আকন্দ, আকাশ মোদক, আবির সায়েম, ফারহানা আক্তার।

নেপথ্য কুশিলবদের মধ্যে মঞ্চ পরিকল্পনা রয়েছেন- শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায়- সেলিম মাহবুব, আলোক পরিকল্পনায়- আবু সুফিয়ান বিপ্লব, পোষাক পরিকল্পনা- রোকেয়া রফিক বেবী, কোরিওগ্রাফি- অনিকেত পাল বাবু, পোস্টার ও স্যুভেনির ডিজাইন- শাহীনুর রহমান, প্রকাশনা- প্রশান্ত হালদার, সংগীত রচনা- সুমন মজুমদার, আলোক প্রক্ষেপণ- আব্দুল আলীম, শব্দ প্রক্ষেপণ- জাকির হোসেন রাসেল, আবির সায়েম, নেপথ্য কণ্ঠ- সুজন রেজাউল, নূরুজ্জামান বাবু, মেহমুদ সিদ্দিকী, আনিকা মাহিন একা, সেলিম মাহবুব, দ্রব্যসামগ্রী পরিকল্পনা - এস তহুর আহম্মেদ, আকিব বাবু, মঞ্চ ব্যবস্থাপক- পিয়ার মোহাম্মদ।

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর