thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

খেলার ধরণ পরিবর্তন করবেন না সাব্বির

২০১৭ জুলাই ২০ ২০:৫৬:৫৫
খেলার ধরণ পরিবর্তন করবেন না সাব্বির

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে অনেকটাই ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। এই ব্যর্থ হওয়ায় সুবাদে অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে। বিশেষ করে দলের খারাপ অবস্থায় আউট হওয়ায় ছিল অনেকের কাছে দৃষ্টিকটু। তবে, এতো কিছুর পরও নিজের খেলার ধরণ পরিবর্তন করবেন না বলে সাফ জানিয়েছেন সাব্বির।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, ‘আমাকে কোচ বা দল যেভাবে খেলার জন্য বলছে আমি ওভাবেই খেলবো। আমার খেলার ধরন পরিবর্তন করবো না। যেভাবে খেলছি, সেভাবেই খেলবো। এখানেই সফল হয়েছি শেষ দুই-আড়াই বছর। তিন চার ম্যাচের ধারণা করে আমি কেন পরিবর্তন করবো? আমি এভাবেই খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ।’

এদিকে, শুরুতে সাত নম্বরে ব্যাটিং করতেন সাব্বির রহমান। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত হওয়ায় মূলত ওই পজিশনের জন্যই তাকে দলে নেওয়া হয়েছিল তাকে। পরে টি২০ দলের প্রয়োজনেই নামানো হয় তিনে। সফল হওয়ায় এক সময় ওয়ানডেতেও তিনে জায়গা করে নেন সাব্বির রহমান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরনো সাত নম্বরেও দেখা গিয়েছে তাকে। নিজের পজিশন পরিবর্তন হওয়ায় অবশ্য অখুশি নন সাব্বির। জানালেন, নিজের পছন্দ নই দলের প্রয়োজনটাকেই বড় করে দেখেন এ ড্যাশিং ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘অবশ্যই আমার পছন্দ বড় বিষয় না। দল প্রথম, আমি সবসময় দলকে প্রথমে দেখি। দল যেখানে চায় সেখানেই আমি খেলার চেষ্টা করি।

চ্যাম্পিয়ন ট্রফিতে চার ম্যাচে সাব্বিরের অবদান মোট ৫৯ (২৪, ৮, ৮ ও ১৯) রান। অথচ আয়ারল্যান্ডে নিজেদের শেষ ম্যাচেও ৬৫ রানের ইনিংস খেলছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কায় শততম টেস্ট জয়ে অবদান রেখেছেন গুরুত্বপূর্ণ।

হঠাৎ ছন্দহীনতার কারণ জানতে চাইলে সাব্বির বলেন, ‘আমি রান করতে পারিনি। সমস্যাটা এখানেই। যদি রান করতে পারতাম তাহলে ৫, ৬, ৭, ৯, ১০ কোনো ব্যাপার ছিল না। আসলে রানটা বড় বিষয়। রান করলে হয়তো তিনও ভালো ছিল, রান না করতে পারলে দশও খারাপ ছিল। চেষ্টা করবো যে পজিশনেই আমি খেলি না কেন, রান করার জন্য। আরও ভালো খেলার জন্য।’

আগামী মাসের মাঝামাঝি সময়ে ২টি টেস্ট খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। রানে ফিরতে এ সিরিজকেই লক্ষ্য করছেন কি না? জানতে চাইলে সাব্বির বলেন, ‘আমি আসলে খুব মরিয়া একটা ম্যাচ খেলার জন্য। কারণ আমি শেষ তিন চার ম্যাচ ভাল খেলতে পারিনি। ওই স্মৃতি এখনও ভেতরে খোঁচা দেয়। খারাপ লাগছে। সামনে যে সিরিজই হোক না কেন টি২০ হোক বা ওয়ানডে কিংবা টেস্ট, ওইখানে যদি আমি ভালো খেলতে পারি তাহলে আমি ওই স্মৃতি গুলো ভুলতে পারবো। আমি চেষ্টা করছি যে ভালো সিরিজ খেলার জন্য, সেভাবেই নিজে প্রস্তুতি নিচ্ছি।’

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর