thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

‘শেষের কাব্য তুমি’

২০১৭ জুলাই ২১ ১৩:২০:০৯
‘শেষের কাব্য তুমি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায় শুক্রবার(২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘শেষের কাব্য তুমি’। নাটকটি রচনা ও পপরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহফুজ আদনান। নাটকটিতে অভিনয় করেছেন নাঈম, অর্পণা, অ্যালেন শুভ্র, শাহতাজ, মাসুম বাশার ও মিলি বাসার।

প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। আবহ সংগীত করেছেন ওয়াহেদ শাহীন, ফিডেল নঈম ও আদনান ভূঁইয়া। নাটকটির থিম সং 'মরে যাই...' এ কণ্ঠ দিয়েছেন ফিডেল নঈম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।

নাটকের কাহিনীতে দেখা যাবে, আমেরিকা থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশে এসেছেন নাঈম। মায়ের ইচ্ছে দেখেশুনে ভালো একটা মেয়ে দেখে নাইমের বিয়ে দেওয়া। এদিকে নাঈমের কাজিন শাহতাজকে দেখেই প্রেমে পড়ে যায় অ্যালেন শুভ্র। আর অ্যালেনের বোন অপর্ণাকে নাঈমের জন্য পছন্দ করে শাহতাজ।

কিন্তু রাস্তায় দেখা এক মেয়ের প্রেমে পড়ে যায় নাঈম। কিন্তু সে বুঝতে পারেনি দুজনই একই ব্যক্তি। পরে বুঝতে পারলেও সমস্যা বাধে অপর্ণার কথা বলা নিয়ে। এভাবে বোবা অপর্ণাকে নিয়ে বিভিন্ন ঘটনা আর খুনসুঁটির মাধ্যমে এগুতে থাকে ‘শেষের কাব্য তুমি’।

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর