thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি.মি. যানজট

২০১৭ জুলাই ২১ ১৪:৫৬:৩৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি.মি. যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পযন্ত ১০ কি.মি. রাস্তায় যানজট রয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। তবে বিকেলে এ যানজট স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মাসুদ রানা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে মহাসড়কের এলেঙ্গা, পুংলি, রসুলপুর ও রাবনা বাইপাস এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলের সময় ধীর গতিতে চলায় যানজটের সৃষ্টি হচ্ছে। সকালে মহাসড়কে অন্তত ৭টি গাড়ি বিকল হয়ে গেছে। গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে যানজট আরো বেড়ে গেছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর