thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আইনজীবী তালিকাভুক্তির প্রিলিতে উত্তীর্ণ ১১,৮৪৬

২০১৭ জুলাই ২২ ১৮:০৬:৪৭
আইনজীবী তালিকাভুক্তির প্রিলিতে উত্তীর্ণ ১১,৮৪৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমনারি (প্রাক বাছাই) পরীক্ষায় ১১ হাজার ৮’শ ৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন রাতেই বার কাউন্সিল সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এ বছর প্রায় ৩৪ হাজার পরীক্ষার্থী আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমনারি পরীক্ষায় অংশ নেন বলে বার কাউন্সিল সূত্র জানায়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৮’শ ৪৬ জন। ২০১৬ সালে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমনারিতে উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে একজন ব্যক্তি চূড়ান্তভাবে আইনজীবী তালিকাভুক্ত হন।

(দ্য রিপোর্ট/কেআই/এপি/জুলাই ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর