thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

যশোরে ঝুঁকিপূর্ণ শিশু খাদ্য তৈরির দায়ে একজনের কারাদণ্ড

২০১৭ জুলাই ২২ ২২:১৮:১৬
যশোরে ঝুঁকিপূর্ণ শিশু খাদ্য তৈরির দায়ে একজনের কারাদণ্ড

যশোর অফিস : যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামে পরিবেশের ছাড়পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশ শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাবার তৈরির দায়ে শাপলা প্রডাক্ট নামে একটি কারখানার ম্যানেজার রবিনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক আনিসুর রহমান এই কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘আদালত অভিযানকালে দেখতে পান শাপলা ফুড প্রডাক্ট কারখানায় বনফুল লাচ্চা সেমাই নকল করে বাজারজাত করছে। অনুমোদন ছাড়া অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে এই সেমাই তৈরি করা হয়। এছাড়া এই কারখানায় ক্ষতিকর রং ও পোড়া তেল ব্যবহার করে শিশুদের চানাচুর ও ডার্বি ফুড তৈরির প্রমাণ পান আদালত। যা শিশু স্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর। এছাড়া ওই কারখানার বিএসটিআই, পরিবেশ এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নেই। এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর সালের ৫০ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির ম্যানেজার রবিনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক সোহেল শেখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর