thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ : সাঈদ খোকন

২০১৭ জুলাই ২২ ২২:২৪:০৯
১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ : সাঈদ খোকন

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী ১০ দিনের মধ্যে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

নগর ভবনে শনিবার (২২ জুলাই) ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া বিষয়ে এক সচেতনমূলক শোভাযাত্রার উদ্বোধনকালে সাঈদ খোকন এই ঘোষণা দিয়েছেন।

এ সময় তিনি বলেছেন, ‘আমার মা নিজেই চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত। তাই আমি অন্য মায়ের কষ্ট বুঝি। মায়ের বিষন্ন মুখ দেখে আমি কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।’

এর আগে গত ১৪ জুলাই চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় মেয়র তিন-চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিলেন।

চিকুনগুনিয়ার ব্যাপারে নগরবাসীকে সচেতন হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেছেন, ‘চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসার পরও পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে পারে। তাই প্রত্যেক নাগরিককে তাদের নিজ অবস্থান থেকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘ডিএসসিসির হট লাইন চালু করার পর থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত নাগরিকদের কাছ থেকে ৩১ হাজার ৮৫৬টি ফোন এসেছে। ডিএসসিসি এলাকা বাইরে দেশের বিভিন্ন এলাকা এমনকি দেশের বাইরে থেকেও ফোন এসেছে রোগটি নিয়ে বিভিন্ন তথ্য জানার জন্য।’

মেয়র আরো বলেছেন, ‘৩৩৬ জন সরাসরি চিকিৎসা নেওয়ার জন্য ফোন দিয়েছেন। এরমধ্যে ১৬৬ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এ ছাড়া ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেওয়া হয়েছে।’

এদিকে, শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকুনগুনিয়া ও ডেঙ্গু সম্পর্কিত বিষয়ে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নতুন নতুন চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে। এই দুটি রোগের বাহক একই, এডিস মশা। চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছুই নেই।’

তিনি আরো বলেছেন, ‘এই রোগে মৃত্যুর ঘটনা নেই। স্বাস্থ্যমন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান চিকুনগুনিয়া ও ডেঙ্গু বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টি হলে এডিস মশা নির্ধন কার্যক্রম আরো বেশি কার্যকর হবে এবং চিকুনগুনিয়া নিয়ে জনমনে সৃষ্ট আতঙ্ক দূর হবে।’

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব হ্রাসে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে অভিমত প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/জেডটি/জুলাই ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর