thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

প্রাচ্যনাট স্কুলের ‘টোকোলশ’

২০১৭ জুলাই ২৩ ১১:১১:৪৮
প্রাচ্যনাট স্কুলের ‘টোকোলশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাচ্যনাট স্কুলের ৩২তম ব্যাচের সমাপনী প্রযোজনা ‘টোকোলশ’। রোনাল্ড সেগালের রচনায় এটি অনুবাদ ও নাট্যরূপ দিয়েছেন অর্পিতা ঘোষ। নির্দেশনা দিয়েছেন বিলকিস জাহান জবা।

রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আগামি রবিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি মঞ্চস্থ হবে।

একই অনুষ্ঠানে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং এন্ড ডিজাইনের ৩২তম ব্যাচের সনদপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক সঞ্জীব দ্রং ও অভিনেত্রী তানভিন সুইটি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- তুহিন,আসাদ, শর্মিলা, জিহাদ, রাইসুল,নিশাত, রাকিব প্রীতি, নাহিদ, শাফেয়ী, সজিব, বুলবুল, মোবাশ্বের, রেজাউল, তাহিরা, ফয়েজ, অমিত, হিমেল, আদ্রিয়ান, শাহিদ, ইমাম, সারোয়ার, নীরব, নিলাভ, রুবেল, পাভেল, রিয়াজ, রাব্বী, নাজিয়া, ফয়সাল।

সহকারি নির্দেশক- সোহেল রানা, কোরিওগ্রাফি- পারভীন সুলতানা কলি, সঙ্গীত ভাবনা- রিফাত আহমেদ নোবেল, মঞ্চ পরিকল্পনা- তানজি কুন, আলোক পরিকল্পনা- মোখলেছুর রহমান, পোষাক পরিকল্পনা- কামরুন নাহার মনি, দ্রব্য সামগ্রী নির্মাণ- সন্ধি রহমান, তানজি কুন। পোস্টার ও লিফলেট ডিজাইন- সাফায়াত খান। প্রযোজনা ব্যবস্থাপনা- ফুয়াদ বিন ইদ্রিস, সোহেল রানা। সার্বিক তত্ত্বাবধান- সাইফুল ইসলাম জার্নাল।

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর