thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পাসের হারে শীর্ষে সিলেট, জিপিএ-৫ এ সেরা ঢাকা

২০১৭ জুলাই ২৩ ১৫:০৫:০৪
পাসের হারে শীর্ষে সিলেট, জিপিএ-৫ এ সেরা ঢাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার এইচএসসিতে আট বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭২ শতাংশ।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৯৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

গত বছর পাসের হারে চমক সৃষ্টি করে শীর্ষে থাকা যশোর বোর্ড এবার আট বোর্ডের মধ্যে চতুর্থ অবস্থানে নেমে এসেছে।

গত বছর ৮৩ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডে শীর্ষে ছিল যশোর বোর্ডে।

এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এবার আট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। দশ বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

গত বছরের মতো এবারও সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে। এ বোর্ডে পাশের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ।

এবার পাসের হার ঢাকা বোর্ডে ৬৯ দশমিক ৭৪, রাজশাহী বোর্ডে ৭১ দশমিক ৩০, চট্টগ্রাম বোর্ডে ৬১ দশমিক ০৯, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ২৮, দিনাজপুর বোর্ডে ৬৫ দশমিক ৪৪ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ রাজশাহী বোর্ডে ৫ হাজার ২৯৪, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৯৮৭, যশোর বোর্ডে ২ হাজার ৪৪৭, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৯১, কুমিল্লা বোর্ডে ৬৭৮, বরিশাল বোর্ডে ৮১৫ ও সিলেট বোর্ডে ৭০০ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ২৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এআরই/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর