thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ববি’র ভিসির অপসারণে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০১৭ জুলাই ২৩ ১৭:৫২:৫১
ববি’র ভিসির অপসারণে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হকের অন্যায়-অবিচারের প্রতিবাদে তাঁর অপসারণ দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করে।

এনিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নাইম বলেন, ভিসি নিয়োগের বিষয়ে মুক্তিযোদ্ধা কোটা না মেনে তার ইচ্ছামাফিক লোক নিয়োগ দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত মানছেন না বলে এর প্রতিবাদে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। একটা চক্র আমাদের এ আন্দোলনের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতে চাইছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম জানান, বিষয়টি আমরা অবজারভেশনে রেখেছি। ওরা কি চাচ্ছে সেটা আমার এখনো জানতে পারিনি। তবে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির কথা বলছে এটা ঠিক নয়; নিয়োগ বিধিমোতাবেক হচ্ছে। ওদের আবেদন করতে বলেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব।

বরিশাল নগর পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। যেকোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। সকালে প্রশাসনিক ভবনের তৃতীয়তলায় বিস্ফোরণের শব্দ শুনেছি। তকে কিসের শব্দ এটা জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এপি/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর