thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

২০১৭ জুলাই ২৩ ১৯:১২:১৭
পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণেও ছাত্ররা এগিয়ে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন। এরমধ্যে পাস করেছে ৮ লাখ এক হাজার ৭১১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪ লাখ ২২ হাজার ৩৯০ ও ছাত্রী ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

এইচএসসিতে ছাত্রীদের ভাল করার ধারা অব্যাহত রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার পরীক্ষায় ছাত্ররা ছাত্রীদের চেয়ে বেশি অংশগ্রহণ করলেও পাসের হারে ছাত্রীরা এগিয়ে। পরীক্ষায় মোট ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন ছাত্র ও ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন ছাত্রী অংশ নিয়েছে। ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ ও ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। মেয়েরা দুই দশমিক ৮২ শতাংশ বেশি পাস করেছে।’

ফলের পরিসংখ্যানে দেখা গেছে, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৯৬৯ জন। এরমধ্যে ২০ হাজার ৫৩৫ জন ছাত্র এবং ১৭ হাজার ৪৩৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞানে পাসের হার বেড়েছে

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাওয়ার একটা প্রবণতা ছিল। এ বিষয়ে আমরা অনেক প্রচেষ্টা নিয়েছি। এখন আস্তে আস্তে বিজ্ঞানের শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। এ বছরও বিজ্ঞানের শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এবার বিজ্ঞানের শিক্ষার্থী ও পাসের হার বেড়েছে।’

তিনি বলেন, ‘এ বছর বিজ্ঞানের শিক্ষার্থী ২ লাখ ১৪ হাজার ৩৫২ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৭৮ হাজার ২২০ জন। পাসের হার ৮৩ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৯৩৫ জন।’

‘গত বছর বিজ্ঞানের শিক্ষার্থী ছিল এক লাখ ৯০ হাজার ৮৫১ জন। পাস করেছিল এক লাখ ৫৬ হাজার ৪৭৬ জন, পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।’

এবার আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এইচএসসিতে বিজ্ঞানে ৮৩ দশমিক ১৪ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬৯ দশমিক ৬৫ শতাংশ পাস করেছে। কিন্তু মানবিকে পাস করেছে ৫৮ দশমিক ১৪ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/এনআই/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর