thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ইউএনও হয়রানির শেষ দেখার ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

২০১৭ জুলাই ২৩ ২১:০৬:৩০
ইউএনও হয়রানির শেষ দেখার ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহী অফিস : বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক সালমনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করে এর শেষ দেখে নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রবিবার (২৩ জুলাই) রাজশাহীর মোহনপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সরকার এ বিষয়টির সুষ্ঠু তদন্ত করবে এবং হয়রানির ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেবে জানিয়ে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বরিশালের ইউএনও হয়রানিটা কোনোমতেই গ্রহণযোগ্য বিষয় নয়। আমরা এর শেষ দেখে ছাড়বো। কারণ, আমার মনে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এর বিচার অবশ্যই হবে।’

এদিকে, সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সমাবেশে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে কারা দেশের উন্নয়ন করে আর কারা উন্নয়নে বাধা দেয়। বিএনপি সরকারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, তারা মুক্তিযোদ্ধাদের কিছুই দিতে পারেনি। তাই বাংলাদেশের জনগণ আর স্বাধীনতা বিরোধীদের দুঃশাসন চায় না। কারণ জনগণ জানে, তারা জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করে। তাদের দিয়ে দেশ ও জাতির কোনো মঙ্গল হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বদলে যাবে। পরিণত হবে ইউরোপ আমেরিকার মতো একটি উন্নত রাষ্ট্রে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে সহায়তা করুন।’

মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করে সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। তাই মুক্তিযোদ্ধাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের সম্মানে আশানুরূপ ভাতাবৃদ্ধিসহ প্রতিটি জেলা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করবে।’

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য আয়েন উদ্দিন, আব্দুল ওয়াদুদ দারা, জিনাতুন নেসা তালুকদার, আকতার জাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও রাজশাহীর নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।

এর আগে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে উপজেলা ডাক বাংলোতে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার জানানো হয়।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর