thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বরিশাল ও বরগুনার ডিসিকে সরানো হল

২০১৭ জুলাই ২৪ ১৫:২৩:৫৫
বরিশাল ও বরগুনার ডিসিকে সরানো হল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বরিশালে জেলা প্রশাসক (ডিসি) গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার ডিসি বশিরুল আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। এ দুটি জেলায়ই নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

সচিবালয়ে সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমনকে মামলাসহ হয়রানির ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এই ডিসিকে সরানো হল বলে জানিয়েছেন মোজাম্মেল হক খান।

সিনিয়র সচিব বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুর রহমানকে বরিশালের এবং পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানকে বরগুনার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।’

ইউএনওকে হয়রানীর ঘটনাটা এই পর্যায়ে আসার পেছনে মাঠ প্রশাসনের গাফিলতি আছে কীনা- মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ের সময় জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘গাফিলতি আছে কীনা সেটার জন্য আমরা কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করব। তবে প্রাথমিকভাবে আমরা যাদের দোষী সাব্যস্ত করছি বা সরকার মনে করবে তাদের ব্যাপারে হয়তো অ্যাকশনে যেতে পারে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এআরই/জুলাই ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর