thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দুলাল সরকার-এর দুটি কবিতা

২০১৭ জুলাই ২৪ ১৯:০৩:১০
দুলাল সরকার-এর দুটি কবিতা

বৃষ্টির ডগা

বৃষ্টি ডগায় হাত রেখেছি
কিশোরী স্তন যেন
গোলাপ কাঁটায়
হুল ফোটানো

নির্দলীয় নিরপেক্ষ
পুরেছে যত্রতত্র;
এই আমারো
স্বয়ং সিদ্ধ হাতে
জলের বিভায়
করুণ লেগেছিল
বৃষ্টি এসে রাত্রি ছুঁয়েছিল
যখন তুমি
ঘুমে শরীর রাখ
পরাণ সখা বৃষ্টি আমার ওগো!


বৃষ্টির সিম্ফনি

আজ সারা বিকেল বসে বসে বিলের জলে
বৃষ্টি পড়া দেখেছি---নিমেষে হারিয়ে যাওয়া
সুন্দরী লতার নিচে ফুটে ওঠা জলের যৌবন,
কাছাকাছি জলের পাপড়ির পাশে শিশুতোষ ঢেউ জেগে
শাপলা পানার পাতা নড়ে ওঠে
মহাশূন্যে ভাসমান মেঘ বাড়ি থেকে খসে খসে
বৃষ্টির রেখা---সরু সূতা বিমূর্ত স্খলন
আমাকে ভিজতে ডাকে বৃষ্টির কোলাহলে সজল উঠোন ;

প্রণয়ের গভীর আবেগে উদম শরীলে বৃষ্টি স্পর্শে
কেঁপে কেঁপে সর্বাঙ্গ আমার---
বৃষ্টির মেধাবী স্পর্শে বেঁচে ওঠা
অরণ্যের বৃক্ষের ভাষা---প্রান্তরের ধান সবুজের মত
আমি আমার পূর্ব জন্মের কাছে ফিরে যাই
আমি আমার শরীরী বান্ধব ভেজা পাট গাছের কাছে ফিরে যাই
এ কি সুখ----এ কি সুখ!
বৃক্ষ আর দেহের পরতে পরতে জাগা দুর্লভ অভিমানে
নির্বাক পঙক্তিগুচ্ছ বৃষ্টির সিম্ফনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর