thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

নাট্যশালায় সন্ধ্যায় বাতিঘরের ‘ঊর্ণাজাল'

২০১৭ জুলাই ২৫ ১২:০৭:১৪
নাট্যশালায় সন্ধ্যায় বাতিঘরের ‘ঊর্ণাজাল'

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাতিঘর প্রযোজনা ’ঊর্ণাজাল’।

বাকার বকুলের রচনায় এবং নির্দেশনায় ’ঊর্ণাজাল’ নাটকটির এদিন ১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকের গল্পে দেখা যায়, বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফিরে খালেদ (মুক্তনীল)। বাবার স্বপ্ন স্কুলের জন্য রেখে যাওয়া একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে।

অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল (সাদ্দাম) খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সাদিয়া ইউসুফ বৃতা, ফিরোজ মুনীর, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় হালদার, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, স্মরণ বিশ্বাস, মনিরুজ্জামান লিপন, ফয়সাল মাহমুদ, তন্ময়, রুম্মান সারু প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর