thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মাসুম রেজাকে প্রধানমন্ত্রী যা বললেন

২০১৭ জুলাই ২৫ ১৩:০৪:৪৩
মাসুম রেজাকে প্রধানমন্ত্রী যা বললেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নাট্যকার মাসুম রেজা। ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার জন্য সেরা কাহিনীকার ও যৌথভাবে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নেওয়ার সময় মাসুম রেজাকে কী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

মাসুম রেজা বলেন, “পুরস্কার হাতে তুলে দেওয়ার সময় উনি বললেন, ‘সিনেমাতে সবচেয়ে কঠিন কাজটা তোমাদের করতে হয়, লেখার কাজ’। পুরস্কার হাতে নেওয়ার আগেই আমার পুরস্কার পাওয়া হয়ে গেলো।আমি বললাম, আপনি কিন্তু আমার একটা নাটকের চরিত্র। উনি বললেন, তাই! কোন নাটকে? আমি বললাম, আপনি নূর হোসেনের মাথায় হাত রেখে বলেছিলেন; ‘জামাটা পরে নাও’ সেটা নিয়ে জীবন্ত পোস্টার নামে একটা নাটকে।”

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ২৪ জুলাই সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে নির্বাচিত ৩১ জন গুণী শিল্পী ও কলাকুশলীর হাতে তুলে দেন সম্মাননা পদক ও সার্টিফিকেট।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর