thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শাবানার চোখে কান্নার জল, খুশির ঝিলিক

২০১৭ জুলাই ২৫ ১৪:০২:৩২
শাবানার চোখে কান্নার জল, খুশির ঝিলিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনেক দিন ধরেই চলচ্চিত্র অঙ্গনের বাইরে রয়েছেন শাবানা। প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন কাটাচ্ছেন নন্দিত এই অভিনেত্রী। এবার দেশে এসে আড়াল ভেঙেছেন। চলচ্চিত্রের মানুষের সাথে আড্ডায় মেতেছেন। গতকাল ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ এর আজীবন সম্মাননা গ্রহণ করেছেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন শাবানা। এই অভিনেত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী। এই তো সেদিন তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। সেদিন তিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন। গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন আমার মনে হচ্ছিল- ব্যক্তি শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না। তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্র শিল্পীদের।’

এ সময় কেঁদে ফেলেন শাবানা। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে শাবানা বলেন, ‘এই পুরস্কার আমার দর্শকদের। যারা আমাকে ভালোবেসে তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন।’ এ সময়ে শাবানার চোখে দেখা গেছে খুশির ঝিলিক।

শাবানা বলেন, ‘একটা কথা না বললেই নয়— আমাদের চলচ্চিত্র আজ সংকটের মুখে। সকলের আন্তরিকতায় যৌথ সহযোগিতায় এর সমাধান হতে পারে। আমার ভাবতে অবাক লাগে আমাদের দেশে প্রযুক্তির নামে সাধারণ মানের প্রজেক্টর দিয়ে সিনেমা দেখানো হচ্ছে। আর এই প্রজেকশন বিজনেস তা যদি মনোপলি সিস্টেমে একজন পুরো শিল্পকে জিম্মি করে রাখে। তাহলে অবশ্যই ভাবনার বিষয়। কারণ যে কোনো ব্যবসায় স্বাধীন ক্ষেত্রটি থাকা জরুরি।’

আশাবাদ ব্যক্ত করে শাবানা বলেন, ‘এ কথা সত্য যে কোনো সংকটের মধ্যে লুকিয়ে থাকে সমাধান। যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন তখন কোনো সংকটই থাকতে পারে না এটা আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এফডিসিকে আধুনিকায়ন করা হয়েছে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে শাবানার বক্তব্যকে কেউ কেউ রাজনৈতিক বক্তব্য বলে সোস্যাল মিডিয়ায় সমালোচনা করছেন। গুঞ্জন রয়েছে, শাবানার স্বামী ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে যশোর-৬(কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। এর জন্য শাবানাকে এলাকায় একাধিক অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে।

শাবানার কান্না-হাসি মিশ্রিত বক্তব্যকে ‘অভিনয়’ বলে ফেসবুকে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর