thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আজিমপুরে র‌্যাবের গুলিতে ‘ছিনতাইকারী’ আহত

২০১৭ জুলাই ২৫ ১৮:০৩:৩৬
আজিমপুরে র‌্যাবের গুলিতে ‘ছিনতাইকারী’ আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে র‌্যাবের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই ব্যক্তির একজনের নাম মনির হোসেন (৩৫)। অপরজনের নাম মোশারফ হোসেন (৩৯)।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লালবাগ র‌্যাব-১০ এর মেজর মহিউদ্দিন।

তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুপুরে এতিমখানার সামনে ২টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর টহল দল তাদের চ্যালেঞ্জ করলে মাইক্রোবাস দু’টি পালিয়ে যায়। প্রাইভেটকারে থাকা দু’জন র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে দু’জন আহত হয়। দু’জনেরই উরুতে একটি করে গুলি বিদ্ধ হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মেজর মহিউদ্দিন আরো জানিয়েছেন, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী। বিভিন্ন সময় ব্যাংকের সামনে টাকা উত্তলোনকারীদের আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে গাড়িতে তুলে ছিনতাই করে।

আহত দুই ‘ছিনতিইকারী’ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/জেডটি/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর