thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

রাশিয়া, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞায় ভোট

২০১৭ জুলাই ২৬ ১১:২০:১৯
রাশিয়া, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞায় ভোট

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রেপ্রেজেন্টেটিভ।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ সম্পৃক্ততায় জড়িত ছিলেন বলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাশিয়ার এমন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

এর ফলে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতি ছিল, সেই আশাবাদও এখন হুমকির মুখে পড়েছে।

তবে, এই বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ভেটো দেবেন কি না, সেই সিদ্ধান্ত এখনো তিনি নেননি বলে জানাচ্ছে হোয়াইট হাউস।

স্যাংশান বিল বা নিষেধাজ্ঞা বিল বলে ডাকা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন মোট ৪১৯ জন সদস্য।

রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার উপরেও নিষেধাজ্ঞা দিতে ভোট দিয়েছেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সদস্যরা।

এই বিলটি সিনেটে পাস হয়ে গেলে ট্রাম্পের জন্য তা যথেষ্ট মাথাব্যথার কারণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ভেটো দেবার ক্ষমতা রাখেন।

কিন্তু তিনি যদি ভেটো দেন, তাহলে 'রাশিয়ার অতি সমর্থক' হিসেবে তার বিরুদ্ধে মার্কিন জনতার যে সন্দেহ ও অভিযোগ রয়েছে সেটি আরও ঘনীভূত হবে।

(দ্য রিপোর্ট/এমকে/ এনআই/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর