thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

হরবোলার আয়োজনে ‘বর্ষাযাপনের কবিতা’

২০১৭ জুলাই ২৬ ১৪:৩১:২২
হরবোলার আয়োজনে ‘বর্ষাযাপনের কবিতা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গতকাল ২৫ জুলাই আবৃত্তি সংগঠন হরবোলা আয়োজন করে ‘বর্ষাযাপনের কবিতা’ শীর্ষক অনুষ্ঠান।

সংগঠনটির সাতজন বাচিক শিল্পীর কণ্ঠে উঠে আসে খ্যাতিমান কবিদের ১৬টি কবিতা। আবৃত্তি করেন মজুমদার বিপ্লব, জোবায়দা লাবণী, সাবহা ফেরদৌসী, অফি খান, রাজিয়া কবির, আতিয়া ফারজানা জেসিকা ও বৃষ্টি কবীর।

এই আয়োজনে বিদ্যাপতির ‘পদাবলি’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’, ‘বাঁশি’, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘উৎসবের দিনে আমি রবীন্দ্রনথের কবিতা পড়ি না’, শক্তি চট্টোপাধ্যায়ের ‘যখন বৃষ্টি নামল’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রূপালী মানবী’, আবুল হাসানের ‘বৃষ্টিচিহ্নিত ভালোবাসা’, নির্মলেন্দু গুণের ‘নেই কেন সেই পাখি’, মহাদেব সাহার ‘বৃষ্টি নামুক’, শুভা দাশগুপ্তের ‘মেঘ বলল, যাবি’, সুনেত্রা ঘটকের ‘রচনার রবীন্দ্রনাথ’ ইত্যাদি কবিতা আবৃত্তি করা হয়।

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর