thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ছবিতে নগরীর দুর্ভোগ চিত্র

২০১৭ জুলাই ২৬ ১৫:০৯:৫৪
ছবিতে নগরীর দুর্ভোগ চিত্র

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাগরে নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে টানা ভারি বর্ষণে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধ সড়কে চলাচলে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, মোটরসাইকেল প্রায়ই বিকল হয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল-কলেজসহ অফিসগামীদের। জনদুর্ভোগের এ অভিন্ন চিত্র রাজধানীর অভিজাত এলাকা থেকে শুরু করে নগরীর সর্বত্রই বিরাজমান। ছবিতে দেখে নেওয়া যায় নগরীর দুর্ভোগ।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টানা এ বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুইদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সেইসঙ্গে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, এখন বর্ষা মৌসুম। স্বাভাবিকভাবেই সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

ছবি : সুমন্ত চক্রবর্তী

(দ্য রিপোর্ট/এআরই/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর