thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বাল্যবিয়ে বন্ধ : বর-কনের বাবার কারাদণ্ড

২০১৭ জুলাই ২৬ ১৯:০১:৪৫
বাল্যবিয়ে বন্ধ : বর-কনের বাবার কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে বাল্য বিয়ে বন্ধ ও বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মধ্যরাতে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ দণ্ডাদেশ দেন।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, উপজেলা প্রশাসন গোপন সংবাদে জানতে পারে মৌবন স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে নওগাঁ জেলার সাগর আলীর সাথে বিয়ের আয়োজন করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং আয়োজন করায় বর ও কনের বাবাকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/এপি/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর