thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

‘প্রমিজ, সামনের বছর জলাবদ্ধতা দেখবেন না’

২০১৭ জুলাই ২৬ ১৯:০৮:২০
‘প্রমিজ, সামনের বছর জলাবদ্ধতা দেখবেন না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী বছর থেকে বৃষ্টিতে রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘আমি প্রমিজ করতেছি, সামনের বছর কিন্তু আপনারা এসব (জলাবদ্ধতা) পরিস্থিতি আর দেখতে পাবেন না। আমরা নিষ্কাশনের ব্যবস্থা কিছুদিনের মধ্যে শুরু করে ফেলব।’

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

বুধবার বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘এটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি না। আমরা সার্ভে করে দিছি, ঢাকায় যে ৪৬টি খাল আছে, এরমধ্যে ১৮টি আমাদের উন্নয়ন করতে হবে। অবশ্যই করতে হবে। ওয়াসাকে নির্দেশনা দিয়েছি কোন রকমে হেভি বৃষ্টি হলেও তিন ঘণ্টার মধ্যে পানি যাতে নিষ্কাশন হয়, সেই ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘এখন সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে। এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। তবে এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আমরা আটকা পড়তেছি। সেই জায়গায় আমরা তড়িৎ ব্যবস্থা নেব।’

(দ্য রিপোর্ট/কেএ/এপি/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর