thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জেএসসি-জেডিসি পরীক্ষার ফরম পূরণ শুরু

২০১৭ জুলাই ২৭ ১১:০১:৪৭
জেএসসি-জেডিসি পরীক্ষার ফরম পূরণ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে এ ফরম পূরণ শুরু হয়। ঢাকা শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

৮ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এই সময়ে বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের যাবতীয় দিকনির্দেশনা দেওয়া রয়েছে।

জানা গেছে, বিলম্ব ফিসহ ৮ আগস্ট থেকে আবেদন ফরম পূরণের সময় দেওয়া হতে পারে। তবে এটি নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওপর।

এদিকে জুনিয়র পাবলিক পরীক্ষা খ্যাত জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। গত বছর ১ নভেম্বর ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর