thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘একই নকশায় বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবর’

২০১৭ জুলাই ২৭ ১২:৩৬:০৫
‘একই নকশায় বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবর’

দ্য রিপোর্ট প্রত‌িব‌েদক : সারাদেশের বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে বল‌ে জান‌িয়‌েছেনমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল‌ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছি জান‌িয়‌ে আ ক ম মোজাম্মেল হক বল‌েন, অধিবেশনে ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখ যুদ্ধের স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ। তবে সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সরকারি সুবিধা সম্বলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগিরি এ সম্পর্কিত কাগজ ডিসিদের পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/ক‌েএ/কেএনইউ/এনআই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর