thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মানবতাবিরোধী অপরাধ

ওসমান ও মুসার বিরুদ্ধে তদন্ত চলছে

২০১৭ জুলাই ২৭ ১৪:৫২:২৩
ওসমান ও মুসার বিরুদ্ধে তদন্ত চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে নিয়মিত মামলায় তদন্ত এব্ং বহুল আলোচিত কথিত ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২৭ জুলাই) তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই ১৬ জনের মধ্যে জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত ব্যক্তি রয়েছেন। তবে ১৬ আসামির মধ্যে ৮ জনই পলাতক।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং কথিত ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। ওসমান ফারুকের বিরুদ্ধে নিয়মত মামলা আছে, তদন্ত চলছে। আর মুসা বিন শমসেরের বিষয়ে অনুসন্ধান চলছে। কোনো অগ্রগতি পাওয়া গেলে জানানো হবে।’

(দ্য রিপোর্ট/কেআই/এমকে/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর