thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাষ্ট্রপক্ষ‌ের মামলা পরিচালনায় ‘স্বাধীন পাবল‌িক প্রস‌িক‌িউশন সার্ভ‌িস’ হচ্ছ‌ে

২০১৭ জুলাই ২৭ ১৫:০৩:৪৭
রাষ্ট্রপক্ষ‌ের মামলা পরিচালনায় ‘স্বাধীন পাবল‌িক প্রস‌িক‌িউশন সার্ভ‌িস’ হচ্ছ‌ে

দ্য রিপ‌োর্ট প্রত‌িব‌েদক : রাষ্ট্রপক্ষ‌ের মামলা পরিচালনার জন্য পাবল‌িক প্রস‌িক‌িউশন সার্ভ‌িসক‌ে পর্যায়ক্রম‌ে স্বাধীন করার নীত‌িগত স‌িদ্ধান্ত হয়‌েছে বল‌েছেন আইনমন্ত্রী আন‌িসুল হক।

ত‌িনি বলেন, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে তা একবারে করা হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় বিষয়ে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকের এক প্রশ্ন‌ের জবাবে এসব কথা বলেন।

আন‌িসুল হক বল‌েন, আমরা ইন ফেইজ (পর্যায়ক্রমে) ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিসটা করব। তার জন্য যে রিক্রুটমেন্টের দায়িত্ব, সেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কি না সে বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, জেনারেল প্রসিকিউটর (জিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী জেনারেল প্রসিকিউটরের (এজিপি) বেতন-ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

এসব বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, মোবাইল কোর্টের ব্যাপারটিও উঠে এসেছে। আমি মোবাইল কোর্ট সম্বন্ধে বলেছি, যে এটা এখন আপিল বিভাগে আছে। সেজন্য সুবিস্তারে আলোচনা করাটা সাবজুডিস হয়ে যাবে।

(দ্য রিপোর্ট/ক‌েএ/এআরই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর