thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘স্বপ্ন সাজাই’ এর গোলটেবিল বৈঠক

২০১৭ জুলাই ২৭ ১৭:০০:১৩
‘স্বপ্ন সাজাই’ এর গোলটেবিল বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘সুন্দর স্বপ্ন দেখতে হবে, সবার মাঝে স্বপ্ন দেখার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’ এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বপ্ন সাজাই’ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘স্বপ্ন সাজাই’-এর সভাপতির রোকেয়া প্রাচীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, লেখক ও গণমাধ্যমকর্মী সুভাষ সিংহ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও উন্নয়ন ব্যক্তিত্ব চঞ্চল রায়, গণমাধ্যম ব্যক্তিত্ব আবু সাঈদ খান প্রমুখ।

প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন পোগ্রামের সহ-সচিব মো. মোস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর