thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

প্রধান বিচারপতির কাছে বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া

২০১৭ জুলাই ২৭ ১৭:১০:০৭
প্রধান বিচারপতির কাছে বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া


দ্য রিপোর্ট প্রতিবেদক : অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে হস্তান্তর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠককালে এই খসড়া বিধিমালা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই।

বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, শৃঙ্খলাবিধির খসড়া আজ আমি প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেছি। এটি এখন তিনি দেখবেন। এরপর খসড়া বিধিটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর মন্ত্রণালয় এটি গেজেট আকারে জারি করবে।

এদিকে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আইন মন্ত্রী সুপ্রিম কোর্টে যান। প্রায় আধঘণ্টাব্যাপী দুজন একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী খসড়া বিধিমালা প্রধান বিচারপতির কাছে হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন।

চলতি মাসে তৃতীয়বারের মতো প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন আইনমন্ত্রী। সবশেষ গত ২০ জুলাই বৈঠক শেষে মন্ত্রী বলেছিলেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের খুব কাছাকাছি চলে এসেছে সরকার। সেই বক্তব্যের এক সপ্তাহের ব্যবধানে বিধিমালার খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা হলো।

গত বছরের সেপ্টেম্বরে সরকারের প্রণীত খসড়া শৃঙ্খলাবিধি সুপ্রিম কোর্ট তাদের সুপারিশসহ আইন মন্ত্রণালয়ে প্রেরণ করে। সেই থেকে ধারাবাহিকভাবে সময় নেয় সরকার। আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ২০১৬ সালের ৮ ডিসেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেছিলেন আদালত।

তবে ওই বছর ১১ ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে জানায়, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের সঙ্গে পরদিন ১২ ডিসেম্বর আপিল বিভাগ দ্বিমত পোষণ করেন। আদালত বলেছেন, ‘রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হচ্ছে।’ বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন, ‘এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ নেই।’

তবে আপিল বিভাগের এই অভিমত সত্ত্বেও বিগত সাত মাসেও এই গেজেট জারি করা হয়নি।

উল্লেখ্য, মাসদার হোসেন মামলার রায়ের ৭ নম্বর নির্দেশনায় জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলাবিধি প্রণয়নের কথা বলা হয়েছে। ২০০৭ সালের নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ বাস্তবায়ন হলেও এখনও পর্যন্ত বিচারকদের জন্য আলাদা শৃঙ্খাবিধি তৈরি করে তার গেজেট জারি করা হয়নি।

(দ্য রিপোর্ট/কেআই/এপি/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর