thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ফকির আলমগীরের ‘ওল্ড ইজ গোল্ড’

২০১৭ জুলাই ২৭ ১৮:৫৫:০৯
ফকির আলমগীরের ‘ওল্ড ইজ গোল্ড’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ও সখিনা’ খ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আবারো আসছেন নতুনরূপে। দীর্ঘ বিরতির পর তার নতুন অ্যালবাম ‘ওল্ড ইজ গোল্ড’ প্রকাশ পেতে যাচ্ছে। অ্যালবামটি প্রকাশ করছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক। এখানে মোট গান থাকছে ১২টি।

গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সালাউদ্দিন, মিলন খান, হাজী সাহেব (মাইজভান্ডারী), আব্দুল হাই আল হাদী, আহমেদ সাফা ও এ-আজাদ-এস কবির। সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, আবু তাহের, আলী আকবর রুপু ও ফকির আলমগীর নিজে।

অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘অনেক শ্রম, মেধা ও যত্নের সমন্বয়ে অ্যালবামের প্রত্যেকটি গান তৈরি হয়েছে যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এই গানগুলো শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।’

সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, ‘ফকির আলমগীর আমাদের দেশে অনেক বড় মাপের একজন গুণি সংগীতশিল্পী। তার এই অ্যালবামের প্রত্যেকটি গান শ্রোতাদের মুখে মুখে থাকবে বলে আমি আশাবাদী।’

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর