thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অনুমতি পায়নি ইউনূসের সম্মেলন

২০১৭ জুলাই ২৭ ১৯:৩৭:৪০
অনুমতি পায়নি ইউনূসের সম্মেলন

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনুমতি চাওয়ার ক্ষেত্রে দে‌রি‌ করায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা সম্মেলন অনুমতি পায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

তিনি বলেছেন, ‘স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তার প্রস্তুতি না থাকায় ড. ইউনূসের আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। ড. ইউনূসের আন্তর্জাতিক সম্মেলন সরকার বন্ধ করেনি।’

রাজধানীর পুলিশ সদর দফতরে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আইজিপি।

শহীদুল হক আরও বলেছেন, ‘৭ম আন্তর্জাতিক ব্যবসা দিবস-২০১৭ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন করার অনুমতি চেয়ে ইউনূস সেন্টার থেকে ২৩ জুলাই ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়। যা আমরা জানতে পারি ২৪ জুলাই। হঠাৎ করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, তার মাত্র তিনদিন আগে ঢাকা জেলার এসপিকে জানানো হলো। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর কেউ জানে না। এতগুলো বিদেশি প্রতিনিধি আসবেন অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।’

তিনি আরও বলেছেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে সম্মেলনে ৩৬টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে ২৮-৩০ জুলাই আশুলিয়াতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। ঢাকাতে বহু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এবং সরকার এসব সম্মেলনকে স্বাগত জানায়। এসব সম্মেলনের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাও আমাদের রয়েছে। কিন্তু সকলকে অন্ধকারে রেখে মাত্র তিনদিন আগে বলবেন নিরাপত্তা দিতে, সেটা হয় না। এজন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার। বিদেশি এত মানুষকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি দরকার।’

আইজিপি বলেছেন, ‘আশুলিয়াতে সম্মেলন এবং সময়ের অভাবে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। এটা কোনোভাবেই সরকার বন্ধ করেনি। পরে পর্যাপ্ত সময় নিয়ে অনুমতি চাওয়া হলে অবশ্যই অনুমতি দেওয়া হবে। কিন্তু বর্তমানে সরকার সম্মেলন বন্ধ করে দিয়েছে বলে তিনি (ড. ইউনূস) যে অপপ্রচার চালাচ্ছেন সেটা ঠিক নয়।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর