thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

রাজশাহীতে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ পণ্ড

২০১৭ জুলাই ২৭ ২০:০২:০৬
রাজশাহীতে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ পণ্ড

রাজশাহী অফিস : রাজশাহীতে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি যুবদল। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মহানগর বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বসে পড়ে পথসভার মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ করা হয়।

রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, দুপুরে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে বসে পড়েন। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন যুবদল রাজশাহী জেলা সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন। মাহফুজুর রহমান রিটনের পরিচালনায় রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু বক্তব্য রাখেন।

পথসভায় বক্তারা অবিলম্বে সুলতান সালাউদ্দীন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর