thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

স্বর্ণের দাম বাড়ছে শুক্রবার থেকে

২০১৭ জুলাই ২৭ ২২:১৮:৫২
স্বর্ণের দাম বাড়ছে শুক্রবার থেকে

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের বাজারে বাড়ানো হচ্ছে স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৮১৬ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। শুক্রবার (২৮ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে গত এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয় বাজুসের পক্ষ থেকে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৫ হাজার ৬৬১ টাকা।

বৃহস্পতিবার দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৪ হাজার ৮৪৪ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার থেকে ২২ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটে ৯৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৮১৭ টাকা দাম বৃদ্ধি পাবে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর