thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

গৌরাঙ্গ আদিত্যর জন্য ‘নদ্দিউ নতিম’

২০১৭ জুলাই ২৯ ০৯:৩৯:৩৫
গৌরাঙ্গ আদিত্যর জন্য ‘নদ্দিউ নতিম’

দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রাপালার ‘বিবেক’ গৌরাঙ্গ আদিত্য, যাত্রার মঞ্চে নয়, এখন পক্ষাঘাতের সঙ্গে লড়াই করছেন। মস্তিষ্কের রক্তক্ষরণে তার শরীরের বাঁ পাশ স্থবির হয়ে পড়েছে। তার চিকিৎসা সহায়তার জন্য নাটক মঞ্চায়নের আয়োজন করেছে ঢাকার পাঁচটি নাট্যদল।

রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান ও আরিফ।

দেশে ও দেশের বাইরে ‘নদ্দিউ নতিম’ নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। ৩০ জুলাই ‘নদ্দিউ নতিম’ নাটকের ২৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/এনআই/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর