thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘সুরগাঁও’য়ের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

২০১৭ আগস্ট ০১ ১২:৪৪:১৯
‘সুরগাঁও’য়ের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেশ নাটকের নতুন প্রযোজনা ‘সুরগাঁও’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এটি দেশ নাটকের ২২তম প্রযোজনা।

এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য ৫০ টাকার টিকিট থাকবে বলে জানান নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। তিনি বলেন, ‘সুরগাঁও’য়ের ২ আগস্টের প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্যে থাকবে বিশেষ ছাড়। শিক্ষার্থীরা মূল্য ৫০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া নিয়মিত মূল্যের ২০০/১০০ টাকার টিকিট থাকবে।

‘সুরগাঁও’য়ের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে ১৬ বছর পর কোনো নাটক নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এরই মধ্যে নাটকটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। নাটকটিতে মোট ২৩টি চরিত্র রয়েছে। চরিত্রগুলোর নামগুলোও অন্য রকম—আসমান, ওষ্ঠকালা, বাঁশিবুড়ি, পানাই, রাকেপ, বহাই, মুজলি বেগম, ইন্দ্রমুখী, সুহি, কাবিল।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/আগস্ট ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর