thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

২০১৭ আগস্ট ০২ ১৩:০৪:০৭
আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে বাঁচানোর জন্য বিদেশে নিয়ে যেতে হবে। এর জন্য অর্থ সহায়তা প্রয়োজন। আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরেই বাবা শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। গতকাল ১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই।’

আবদুল জব্বার গত আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত।

‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’সহ অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই শিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার সেই গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/আগস্ট ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর