thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

২০১৭ আগস্ট ০৩ ১০:১৯:৫১
বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক : ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত ব্রাজিলিয়ান তারকা নেইমার ব্যাপক গুঞ্জনের পর শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন।

বুধবার (২ আগস্ট) অনুশীলনের সময় বার্সেলোনা সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নেইমার।

বিশ্ব রেকর্ড গড়েই পিএসজিতে যাচ্ছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর পুরোটাই দিতে হবে এই চুক্তির সিদ্ধান্তটি চূড়ান্ত করার পরই পিএসজিতে অনুমতি মিলেছে নেইমারের। বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা প্রায়।

তার ক্লাব পরিবর্তনের জন্য বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিবে পিএসজি। ইতোমধ্যেই তারা এটি দেওয়ার জন্য প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে।

কিন্তু যদি নেইমারকে পিএসজি সাইন করায় তাহলে বার্সা আর্থিক ন্যায্যতার বিষয়ে তদন্তের আহ্বান জানাবে এমন খবর আসার দুইদিনের মাথায় নেইমারের পিএসজিতে যাওয়ার খবর আসলো।

লা লিগা প্রেসিডেন্ট আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়ে রেখেছেন।

উল্লেখ্য, নেইমার ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোষ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ড চুক্তিতে। পরে ২০১৬ সালে ৫ বছরের একটি চুক্তি করেছিলেন ক্লাবটির সঙ্গে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/আগস্ট ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর