thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর সূচি

২০১৭ আগস্ট ০৩ ১৯:২৮:০২
বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর সূচি

দ্য রিপোর্ট ডেস্ক : সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বৃহস্পতিবার (৩ আগস্ট)।

মেলবোর্নে বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের মধ্যে চলমান বিতর্কের অবসান হয়েছে। সমঝোতা করতে রাজি হয়েছে দুই পক্ষই। এই সুবাদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফর নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে টান-টান উত্তেজনার কয়েক সপ্তাহ পর সমঝোতায় পৌঁছায় ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার অ্যাসোসিয়েশন। সে অনুযায়ী আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে তারা।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী টেস্ট সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া।

এছাড়া দুই ম্যাচের মূল টেস্ট সিরিজ শুরু হবে ২৭ আগস্ট থেকে।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর সূচি :

সময়

বিবরণ

ভেন্যু

১৮ আগস্ট

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ আগমন

বিমান বন্দর ও টিম হোটেল

২২-২৩ আগস্ট

অনুশীলন ম্যাচ

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

২৭-৩১ আগস্ট

প্রথম টেস্ট

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

৪-৮ সেপ্টেম্বর

দ্বিতীয় টেস্ট

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

(দ্য রিপোর্ট/এজে/এনআই/আগস্ট ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর