thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী

‘আবার পাস করব, দেখি জুডিশিয়ারি কতদূর যায়’

২০১৭ আগস্ট ০৪ ২০:০১:৪৮
‘আবার পাস করব, দেখি জুডিশিয়ারি কতদূর যায়’

দ্য রিপোর্ট ডেস্ক : উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিল হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিশিয়ারি কতদূর যায়।’

শুক্রবার দুপুরে সিলেটে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মানুষের প্রতিনিধিদের ওপর তারা খবরদারি করবে? তাদেরকে আমরা চাকরি দিই।’

এর আগে শুক্রবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর নির্বাচনী এলাকা সিলেটে পৌঁছান। সিলেট পৌঁছে প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে বিকেলে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে সুধী সমাবেশে অংশ নেন।

(দ্য রিপোর্ট/কেআই/আগস্ট ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর