thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কাঠমান্ডুতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

২০১৭ আগস্ট ০৬ ১৭:৩৪:০০
কাঠমান্ডুতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিক উদযাপন করা হয়।

নেপালের সেনা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে দূতাবাস রবীন্দ্র-নজরুল জয়ন্তী বিশেষভাবে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিক দেব এবং নজরুল সঙ্গীতশিল্পী শারমিন সাথী ইসলাম ময়না রবীন্দ্র ও নজরুলসঙ্গীত পরিবেশনা করেন। নেপালের বিভিন্ন পর্যায় থেকে আগত পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত শ্রোতারা মুগ্ধ হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইউটার্ন-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে ছিল নেপাল সঙ্গীত ও নাটক একাডেমী এবং কো-স্পনসর হিসেবে নেপাল-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।

(দ্য রিপোর্ট/এপি/আগস্ট ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর