thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭, ৫ কার্তিক ১৪২৪,  ২৯ মহররম ১৪৩৯

‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, খুন হইছে’ (ভিডিও)

২০১৭ আগস্ট ০৭ ১৪:৩৮:২৯
‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, খুন হইছে’ (ভিডিও)

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার হাজব্যান্ড করাইছে এটা আমার ভাইরে দিয়ে, এটা সামিরার (সালমানের স্ত্রী) ফ্যামিলি করাইছে। আর সব ছিল চাইনিজ মানুষ। আমি রুবি এখানে ভাইগা আছি।’ এই ভিডিও বার্তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিও বার্তায় রুবি নামের এক নারীর দাবি সালমান শাহকে খুন করা হয়েছে। ভিডিও বার্তায় কথা বলার সময় রুবিকে বেশ আতঙ্কিত দেখা গেছে। তিনি দাবি করেন, তাকেও হত্যা করার চেষ্টা চলছে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

এর আগে সংবাদ সম্মেলন করে সালমান শাহর মা নীলা চৌধুরীও একই দাবি করেছেন। সালমান শাহর মায়ের দাবি- তার সন্তানকে খুন করা হয়েছে। সালমান শাহর স্ত্রী সামিরা এই হত্যার সঙ্গে জড়িত। এবার রুবি নামের এই নারীর ভিডিও বার্তা সালমান শাহ ভক্তদের মাঝে আলোচনা তৈরি করেছে।

রুবির পুরো নাম রাবেয়া সুলতানা রুবি। সালমান শাহ তাকে আন্টি ডাকতেন। তিনি অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত রবিবার প্রকাশ হওয়া রুবির এই ভিডিও বার্তা সালমান শাহর মৃত্যু রহস্য নতুনভাবে সামনে নিয়ে এসেছে। কি বলেছেন রুবি দেখে নিন ভিডিও বার্তায়।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/আগস্ট ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে