thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ জুলাই ২০১৮, ৩ শ্রাবণ ১৪২৫,  ৪ নভেম্বর ১৪৩৯

পপির সঙ্গে কে তিনি?

২০১৭ আগস্ট ০৮ ১২:৪২:২৭
পপির সঙ্গে কে তিনি?

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার অন্য লুকে হাজির হলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গানের দৃশ্যে আসিফকে দেখা গেল ভিন্ন রকম লুকে। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা পপি। ‘সাদা আর লাল’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন।

বিএফডিসিতে সোমবার সকালে ‘সাদা আর লাল’-এর শুটিং শুরু হয়, চলে গভীর রাত অবধি। এই মিউজিক ভিডিওতে পপিকে দেখা যাবে গ্ল্যামারাস নায়িকা রূপে।

‘সাদা আর লাল’ ১১ আগস্ট অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম জিপি মিউজিক ও বায়োস্কোপে প্রকাশ হবে। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ১৭ আগস্ট থেকে। এটি প্রকাশ করছে গানচিল।

(দ্য রিপোর্ট/পিএস/এম/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে