thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বিসিএসআইআর-এর সঙ্গে ডেভনেট’র চুক্তি

২০১৭ আগস্ট ০৮ ১৮:২২:৪৮
বিসিএসআইআর-এর সঙ্গে ডেভনেট’র চুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) বিশ্ববিখ্যাত Multivariate Data Analysis (MVA) সফটওয়ার The camo unscramble সংযুক্ত হয়েছে। এই উপলক্ষে The camo INC কোম্পানির বাংলাদেশের একমাত্র পরিবেশক ডেভনেট লিমিটেড এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মধ্য একটি চুক্তি সম্পাদন করা হয়। এই সফটওয়ারের তিনদিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম এর উদ্বোধন হয়েছে। বিসিএসআইআর এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব খলিলুর রহমান এবং ডেভনেট এর পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএসআইআরয়ের পরিচালক, সিনিয়র বিজ্ঞানী এবং ডেভনেটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএসআইআরের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান সেতারা বেগম। এরপর ডেভনেট লিমিটেড এর মহাব্যবস্থাপক আরিফ উর রহমান চৌধুরী, ডেভনেট এর কর্মকাণ্ড এবং The camo unscramble এর উপর বিস্তারিত উপস্থাপন করেন। চুক্তি সম্পাদনের এর পরবর্তীতে The camo unscramble সফটওয়্যারের ব্যাবহার বিধি ও সংশ্লিষ্ট টিউটোরিয়াল বই প্রধান অতিথির হাতে তুলে দেন ডেভনেট লিমিটেডের চেয়ারম্যান এ কে সাব্বির মাহবুব। এরপর ডেভনেট লিমিটেডের চেয়ারম্যান এবং প্রধান অতিথি বিসিএসআইআর সম্মানিত সচিব মহোদয় সমাপনি বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান সরকার এর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় আরও একবার দৃঢ়ভাবে ব্যক্ত করেন। অনুষ্ঠানটি বিসিএসআইআর বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর