thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে

২০১৭ আগস্ট ০৯ ১৬:২৫:০৬
সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। কোম্পানিটির চলমান সংকট উত্তোরনে এ পরিবর্তন আসবে। এক্ষেত্রে দেশের স্বনামধন্য এস.আলম গ্রুপ প্রতিষ্ঠানটির হাল ধরতে যাচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোহাম্মদ মোর্শেদ ফেমিলিটেক্সে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে ও রোকসানা মোর্শেদ ফেমিলিটেক্সে পরিচালকের পাশাপাশি সিঅ্যান্ডএ টেক্সটাইলে এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন। ঊভয় সম্পর্কে স্বামী স্ত্রী। তবে তাদের মধ্যে কলহ দেখা দেয়। ফলে উভয়েরই ব্যবসায়ীক মনোযোগ নষ্ট হয়। তৈরী হয় কোম্পানির প্রতি অনিহা। যার প্রত্যক্ষ প্রভাব পড়ে ব্যবসায়।

এদিকে মোহাম্মদ মোর্শেদ ও রোকসানা মোর্শেদের সঙ্গে এস.আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পারিবারিক সম্পর্ক্যে রয়েছে। এরই ধারাবাহিকতায় সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবসায়িক দূর্বলতা রোধে এগিয়ে আসছেন সাইফুল আলম মাসুদ।

আগামি ১০-১২ দিনের মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের কিছু শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে কিনে নেবে এস.আলম গ্রুপ। এরপরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় আসবে গ্রুপটি। যাতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক উন্নতি হবে বলে ধারনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক কর্মকর্তা বলেন, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসবে। এবং এটি চূড়ান্ত। আর সেই পরিবর্তন আসবে এস.আলম গ্রুপের হাত ধরে। এতে কোম্পানি ও বিনিয়োগকারীরা সুফল পাবে। একইসঙ্গে ঈদের আগেই কোম্পানিতে সম্পূর্ণরুপে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

কোম্পানির মালিকানায় পরিবর্তন আসছে এমন খবরে এরইমধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই কোম্পানিটি লেনদেনের প্রথম সারিতে রয়েছে। এ ছাড়া শেষ ৫ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ শতাংশ। যা সর্বশেষ মঙ্গলবারের (৮ আগস্ট) লেনদেনে ৬.৯৮ শতাংশ বেড়ে ১৩.৮০ টাকায় দাড়িয়েছে।

উল্লেখ্য ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ রয়েছে ২৩৯ কোটি ৩২ লাখ টাকার।

(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর