thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ জুলাই ২০১৮, ৩১ আষাঢ় ১৪২৫,  ২ নভেম্বর ১৪৩৯

ঢাকা মেডিকেলে ফেনসিডিল-সহ আটক ৩

২০১৭ আগস্ট ০৯ ১৭:১১:০০
ঢাকা মেডিকেলে ফেনসিডিল-সহ আটক ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক :ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কলেজগেট থেকে ফেনসিডিল-সহ তিনজনকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার (৯ আগস্ট) দুপুড় দেড়টার দিকে কলেজগেট থেকে তাদের হাতেনাতে আটক করে।

আটকরা হলো, চাঁদপুর জেলার আব্দুল হান্নানের ছেলে পারভেজ (২৮), একই এলাকার নুরুল হকের ছেলে আ. জব্বার (১৯), ও একই জেলার হাজীগঞ্জ উপজেলার আ. মান্নানের ছেলে সবুজ (২৮)।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার আ. রউফ জানান, ঢামেক নতুন ভবনের নিচ থেকে পুরাতন ভবনে আসার পথে আমাদের সন্দেহ হয়। পরে তাদের পকেট তল্লাশী করে পারভেজের কাছ থেকে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তাদের তিনজনকে আটক করে প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসা করে জানা যায়, সবুজ ফেনসিডিল সেবন করে। ঢাকা মেডিকেল নিরাপদ মনে করে বুধবার তাদের দুজনের কাছ থেকে ক্রয় করার জন্য আসে বলে জানান, আনসারের কমান্ডার।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের তিনজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবররে