thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ত্রিশালে ‘রাজা ইদিপাস’

২০১৭ আগস্ট ১০ ১১:১৪:১৩
ত্রিশালে ‘রাজা ইদিপাস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা (বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচ) এবার ভিন্নভাবে মঞ্চস্থ করল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক ‘রাজা ইদিপাস’।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে গতকাল বুধবার (৯ আগস্ট) রাত ৮টায় পরিবেশ থিয়েটারের আদলে মঞ্চস্থ হয় ‘রাজা ইদিপাস’ নাটকটি। ৫০ মিনিট ব্যাপ্তির নাটকটিতে কলাকুশলীর সংখ্যা ৮০ জনের অধিক। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই প্রথম কোনো নাটক মঞ্চস্থ হলো। তাই দর্শকের মাঝেও ছিল দারুণ আগ্রহ।

‘রাজা ইদিপাস’ নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রভাষক মাজহারুল হোসেন তোকদার। ভিন্ন ধারার এই প্রদর্শনীতে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত উল আলম।

এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি ড. আতাউর রহমান ও নাট্যনির্দেশক ড. মীর মেহবুব আলম এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর