thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

তিন নারী জঙ্গির ২ দিন করে রিমান্ড মঞ্জুর

২০১৭ আগস্ট ১০ ২১:৩৯:৩৩
তিন নারী জঙ্গির ২ দিন করে রিমান্ড মঞ্জুর

নাটোর প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গি সদস্যকে দুই দিন করে রিমান্ড দিয়েছে নাটোরের আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে প্রত্যেকের ৭দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক শামসুল আল আমীন শুনানি শেষে তিন জনের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, কুষ্টিয়ার ভেড়ামারার একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারকৃত মাহমুদা খাতুন সুমাইয়া, ডালিয়ারা খাতুন কলি, জাহানারা আখতার তিথির বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিস্ফোরক দ্রব্য আইনে নাটোরের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক শামসুল আল আমীন শুনানী শেষে তাদের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার থেকেই তাদের রিমান্ড শুরু হবে। রিমান্ড শেষে তাদের পুনরায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুনরায় আদালতের কাছে তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর