thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২

২০১৭ আগস্ট ১০ ২১:৪৫:১০
পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পৃথক এলাকায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে জেলার ভিন্ন ভিন্ন এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ভূষিভিটা এলাকার পসির উদ্দীনের ছেলে সোহেল রানা (১৯) এবং বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা নতুনবন্দর এলাকার আব্দুল কাদেরের ছেলে নাসিরুল ইসলাম (৪২)।

বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিকেলে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। এ সময় বাড়ির পাশেই রোপা আমন ক্ষেতে কাজ করছিলেন নাসিরুল। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই সময় পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ভূষিভিটা এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সোহেলা রানা নামে এক যুবকের মৃত্যু হয়। পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল হক বজ্রপাতে সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া এলাকায় বজ্রপাতে শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন-ফয়জান বেগম (৪০), রাবেয়া খাতুন (৪০), মর্জিনা খাতুন (১৪) ও মোস্তাফিজুর রহমান (১২)। পরে পঞ্চগড় সদর উপজেলার চানপাড়া গ্রামে বজ্রপাতে আহত হন আমিনা খাতুন (২৬) নামের আরেক গৃহবধূ। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান জানান, বজ্রপাতে মোট ৬ জন হাসপাতালে আসেন। এর মধ্যে একজন মারা যান। আর বাকি ৫ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর