thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পালাতে গিয়ে মাদক কারবারির মৃত্যু

২০১৭ আগস্ট ১১ ১৩:৪২:৩৪
পালাতে গিয়ে মাদক কারবারির মৃত্যু

যশোর অফিস : যশোরের শার্শায় গোয়েন্দা পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মাথায় আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আবদুল মান্নান (৫০) নামে এক মাদক কারবারির।

শুক্রবার (১১ আগস্ট) ভোররাতে শার্শার কন্যাদহ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান কন্যাদহ গ্রামের আহার আলি মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, নিহত মান্নান শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের শ্যালক ও জোদ্দিন চেয়ারম্যানের ভাই। তারা দীর্ঘদিন ধরে মাদকের সিন্ডিকেট চালাতেন। সেই সাথে মাদক সেবনও করতেন।

যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মাদকের আসর বসেছে-এমন সংবাদ পেয়ে কন্যাদহ বাজারে অবস্থিত আহার আলীর দোতলা বিল্ডিং ঘেরাও করা হয়। ওই সময় মান্নান ও মিলন নামে দুজন পুলিশ দেখে দোতলার জানালা দিয়ে লাফ মেরে পালানোর চেষ্টা করে। তখন দোতলার কার্নিশে লেগে মাথায় মারাত্মক আঘাত পেয়ে আহত হয় মান্নান। হাসপাতালে নেওয়ার সময় জামতলা বাজারে তিনি মারা যান। মিলন পালিয়ে যায়। সেখান থেকে জোদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তারা ওখানে মাদক সেবন করছিল।

নিহত মান্নানের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর